ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার সময় পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার সময় পরিবর্তন

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। 

রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণে আগামী ১২ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা দুপুর ১টার পরিবর্তে প্রতিদিন ২টায় শুরু হবে।

এ পরীক্ষার প্রকাশিত সময়সূচির অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।