ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাবি অধ্যাপকের চীনযাত্রা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাবি অধ্যাপকের চীনযাত্রা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রপন্থা’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও গবেষক ড. মোহাম্মদ বাহাউদ্দিন চীন যাচ্ছেন। 

রোববার (৮ সেপ্টেম্বর) রাত ১০টায় তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

চীন সরকারের আমন্ত্রণে ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশটির জিনজিয়ান প্রদেশের রাজধানী উরুমকি-তে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক সেমিনারের মূল প্রতিপাদ্য হলো ‘Counter-terrorism and De-radicalization’।

সেমিনারে ড. মোহাম্মদ বাহাউদ্দিন সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রপন্থা বিষয়ক বৈশ্বিক সমস্যা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন; যাতে বাংলাদেশ পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদ ও যাবতীয় উগ্রপন্থার অবস্থান এবং নিয়ন্ত্রণের বিষয়াবলি বিশ্লেষিত হবে।  

সেমিনার ছাড়াও চীনের ঐতিহ্যিক ও ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন, শিক্ষা সফর, শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি বিনিময় এবং অন্যান্য আনুষঙ্গিক কর্মকাণ্ড বিন্যস্ত রয়েছে তার এ চীন সফর। আগামী ১৭ সেপ্টেম্বর তিনি চীন সফর শেষে দেশে ফিরেবেন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।