ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ছাত্রলীগের কর্মী সমাবেশ 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
শাবিপ্রবিতে ছাত্রলীগের কর্মী সমাবেশ  কর্মী সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। ছবি: বাংলানিউজ

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মী  সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় এবং সভাপতি রুহুল আমিন (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

 

প্রধান অতিথির বক্তব্য রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, শাবিপ্রবি হচ্ছে নতুন নতুন আবিষ্কারে উদ্ভাবনের প্রাণ, তেমনি শাবিপ্রবি ছাত্রলীগকেও বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে।

তিনি বলেন এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠা করতে যাদের জীবন দিতে হয়েছে, নির্যাতনের স্বীকার হতে হয়েছে তাদের গভীরভাবে স্মরণ করতে হবে। ছাত্রলীগ হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলনসহ বাংলাদেশের সব ধরনের সংকটে ছাত্রলীগ সর্বাত্মক অংশগ্রহণ করেছে।  

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়, আহসান আরিফ বাপ্পী, শাহরিয়ার কবির চৌধুরী বিদ্যুৎ, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সালেকুর রহমান শাকিলসহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।