ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

৩ দফা দাবিতে ইবি কর্মকর্তাদের কর্মবিরতি 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
৩ দফা দাবিতে ইবি কর্মকর্তাদের কর্মবিরতি  ইবি কর্মকর্তাদের কর্মবিরতি। ছবি: বাংলানিউজ

ইবি: চাকরির বয়স ৬২ বছর ও কর্মঘণ্টা কমানোসহ তিন দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা কর্মবিরতি পালন করেছেন। 

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
 
এসময় ইবি কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানের নেতৃত্বে প্রায় দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

কর্মসূচি চলাকালে শামসুল ইসলাম জোহা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিকবার আমাদের দাবিগুলো নিয়ে বসার আশ্বাস দিলেও আজো দাবিগুলো আলোর মুখ দেখেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের মাঠে নামতে বাধ্য করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আহ্বান করছি শিগগিরই জরুরি সিন্ডিকেট ডেকে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার। না হলে আগামী শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে টানা আন্দোলনে নামবো আমরা।  

কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।  

কর্মকর্তাদের তিন দফা দাবি হলো- একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের সময়সীমা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টার পরিবর্তে সকাল ৮টা থেকে দুপুর ২টা, চাকরির বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছরে উন্নীত করা এবং উপ-রেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের বেতন স্কেল চতুর্থ গ্রেডে ৫০ হাজার এবং সহকারী রেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের জন্য ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকায় উন্নীত করা।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘন্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।