ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

নিবন্ধন পরীক্ষা: ভুয়া প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
নিবন্ধন পরীক্ষা: ভুয়া প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ফেসবুক মেসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মাঈদুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মাঈদুল উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বাজার এলাকার ফুলবাবুর ছেলে।

শুক্রবার (৩০ আগস্ট) ভোরে বজরা ইউনিয়নের চাঁদনী বাজার এলাকার নিজ বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে রংপুর র‌্যাব-১৩ এর একটি দল।

জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‌্যাব হেফাজতে রাখা হয়েছে।  

রংপুর র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার মাইদুল ইসলাম তার ফেসবুক মেসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন নিশ্চিত কমন পড়ার কথা বলে পোস্ট দেয়। এ খবরের সূত্র ধরে শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং অপরাধের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনায়ারুল ইসলাম জানান, রংপুর র‌্যাব-১৩ বিশেষ অভিযান চালিয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশপত্র ফাঁস করার অপরাধে মাঈদুল ইসলাম নামে এক যুবককে আটকের খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত র‌্যাবের পক্ষ থেকে পুলিশকে কোনো তথ্য দেওয়া হয়নি। মামলাও হয়নি।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।