ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পবিপ্রবি’র ৭ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পবিপ্রবি’র ৭ শিক্ষার্থী

পটুয়াখালী: ছাত্রজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাত শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য আহ্বানকৃত দরখাস্তের প্রেক্ষিতে সাতটি অনুষদের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত সাতজন শিক্ষার্থীকে মনোনীত করে তালিকাটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে। তবে তারা এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি।

স্বর্ণপদকের জন্য মনোনীতরা হলেন- কৃষি অনুষদের ছাত্রী হাবিবা জান্নাত মীম (০৪৩৩৩), সিএসই অনুষদের আতিকুর রহমান (০৪২৪২), বিএএম অনুষদের আল ইমরান (০৪৩২১), এএনএসভিএম (ডিভিএম) অনুষদের শম্পা রানী (০৪০৬৪), মৎস্য বিজ্ঞান অনুষদের প্রান্ত সাহা (০৪৫৬৪), দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শ্রাবনী সরকার (০৪৬৯৩) এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের শারমিন আক্তার (০৪৭৪০)।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ করে ভালো ফল অর্জনে উৎসাহ করার জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।