ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে রুল জারি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
রাবিতে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে রুল জারি

রাবি: নতুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে রুল জারি করেছেন উচ্চ আদালত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই বিজ্ঞপ্তির বিপরীতে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের জবাব দিতে বলেছেন উচ্চ আদালত।

উচ্চ আদালতের বিচারক শেখ হাসান আরিফ ও মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ২১ আগস্ট এ আদেশ দেন।  

নতুন নীতিমালায় নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে বিভাগের অধ্যাপক মু. আলী আসগরের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এ আদেশ দেন।

রিটে রাবি উপাচার্য, রেজিস্ট্রার, কৃষি অনুষদের ডিন, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও প্ল্যানিং কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) এ সংক্রান্ত একটি কপি প্রতিবেদকের হাতে আসে।

জানা যায়, ২০১৬ সালের নভেম্বরে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তিনটি শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে প্ল্যানিং কমিটি প্রভাষক পদে প্ল্যান্ট প্যাথলজি, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ও এগ্রোনমি/এগ্রিকালচারাল এক্সটেনশন থেকে পাসকরা আবেদন করতে পারবে বলে উল্লেখ করে। কিন্তু ওই বিজ্ঞপ্তিতে পরে আর শিক্ষক নিয়োগ হয়নি। চলতি বছরের ৩০ জুলাই নতুন করে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু প্ল্যানিং কমিটিকে না জানিয়েই প্রভাষক পদে আবেদনের জন্য উল্লিখিত বিষয়গুলোর সঙ্গে ‘এগ্রিকালচারাল কেমিস্ট্রি’ বিষয় যুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  

বিভাগের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘প্ল্যানিং কমিটি নির্ধারিত বিষয়গুলোর সঙ্গে এগ্রিকালচারাল কেমিস্ট্রি যুক্ত করা অযৌক্তিক। উল্লিখিত বিভাগগুলোর সঙ্গে এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিষয়টি সামঞ্জস্যপূর্ণ নয়। ’ 

বিভাগের প্ল্যানিং কমিটির সদস্য ও রিট আবেদনকারী অধ্যাপক মু. আলী আসগর বলেন, স্থায়ী পদে শিক্ষক নিয়োগ দিতে হলে সংশ্লিষ্ট বিভাগের প্ল্যানিং কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। কিন্তু প্ল্যানিং কমিটিকে না জানিয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসন এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগটি যুক্ত করেছেন।

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম এ বারী বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্তই চূড়ান্ত। তারা যেটাতে ভালো মনে করেছেন সে অনুযায়ীই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।