ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির উর্দু বিভাগের পুনর্মিলনী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
ঢাবির উর্দু বিভাগের পুনর্মিলনী পুনর্মিলনী অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদ পরবর্তী এ মিলনমেলায় অংশ নেয় বিভাগের সাবেক শিক্ষার্থীরা।

সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে মিলনমেলা।

উর্দু এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. জাফর আহমদ ভূইঁয়ার সভাপতিত্বে পুনর্মিলনীতে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রববানী।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. জাফর আহমদ ভূঁইয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের পরিচয়। এ পরিচয় আমাদের অনেক সম্মান ও সুযোগ দিয়ে থাকে। তাই অলসতা দূর করে আমাদের স্বপ্নের পেছনে ছুটতে হবে। এখন উর্দু বিভাগের শিক্ষার্থীরা নিজ যোগ্যতায়  বিসিএস, ব্যাংকসহ সব সরকারি ও বেসরকারি চাকরিতে সুযোগ করে নিচ্ছে। অনেকে ভালো উদ্যোক্তা হিসেবে কয়েকটি প্রতিষ্ঠান চালাচ্ছেন। শিক্ষকতায়, রাজনীতিতে, মিডিয়াতেও ভালো করছে এ বিভাগের শিক্ষার্থীরা। এটা আমাদের জন্য গর্বের। আমরা আশা করি, উর্দু বিভাগের শিক্ষার্থীরা আগামীতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে।

২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু এলামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়। এলামনাইদের পক্ষ থেকে বক্তব্য রাখেন-গোলাম মাওলা, হুসাইনুল বান্না, মো. ইসমাইল হোসেন, মো. মশিউর রহমান, আমির আমজাদ মুন্না, মো. এমদাদুল হক, সাগর আহমদ, লিপি আক্তার, আব্দুল্লাহ আল মামুন, মু. ইনায়াতুল্লাহ সিদ্দিকী, আলমগীর হোসাইন, মুখতার আহমদ, নাজিয়া নূর, সাবিনা আক্তার, সুরাইয়া খাতুন, ফারহানা ইয়াসমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।