ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির ৫২তম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
ঢাবির ৫২তম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়: গ্র্যাজুয়েটদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২তম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। 

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আবেদনকারীদের আগামী ২৫ আগস্ট (রোববার) ব্যাংকিং সময়ের মধ্যে নিবন্ধনের ‘ফি’ জমা দিতে হবে এবং আগামী ২৭ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মাধ্যমে সব প্রক্রিয়া সম্পন্ন করে সমাবর্তনের নিবন্ধন ও সনদ উত্তোলনের আবেদন ফরমটি ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের ৩০৯ নম্বর কক্ষ এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটদের স্ব-স্ব কলেজে জমা দিতে হবে।

 

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এসকেবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।