ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

অনলাইনে ঢাবির ভর্তি আবেদন শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
অনলাইনে ঢাবির ভর্তি আবেদন শুরু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এ কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বিকাল ৪টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এ কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আবেদন শেষ হবে ২৭ আগস্ট (রাত ১২টা)।

প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ আগস্ট বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

ক ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৭৯৫, খ ইউনিটে ২ হাজার ৩৭৮, গ ইউনিটে ১ হাজার ২৫০, ঘ ইউনিটে ১ হাজার ৫৬০ ও চ ইউনিটে ১৩৫। সর্বমোট ৭ হাজার ১১৮।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

গ ইউনিট তথা বাণিজ্য অনুষদের পরীক্ষা শুরু হবে ১৩ সেপ্টেম্বর (শুক্রবার)। চ-ইউনিটের (চারুকলা) সাধারণ জ্ঞান বিষয়ের ভর্তিপরীক্ষা ১৪ সেপ্টেম্বর (শনিবার), ক-ইউনিটের (বিজ্ঞান) ভর্তিপরীক্ষা ২০ সেপ্টেম্বর (শুক্রবার), খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর (শনিবার), ঘ-ইউনিটের (কলা ও সামাজিক বিজ্ঞান) ভর্তিপরীক্ষা ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) এবং চ-ইউনিটের (অঙ্কন) পরীক্ষা ২৮ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।