ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

৭ কলেজ অধিভুক্ত নিয়ে কমিটির সময় বৃদ্ধি, বাতিলে আন্দোলন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
৭ কলেজ অধিভুক্ত নিয়ে কমিটির সময় বৃদ্ধি, বাতিলে আন্দোলন সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ ইস্যুতে সৃষ্ট সংকট সমাধানে গঠিত কমিটির সময় ৩০ কার্যদিবস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (০৫ আগস্ট) কমিটির প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ এ তথ্য নিশ্চিত করেন।  

অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অধিভুক্তি বাতিল হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

 

ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাত কলেজের সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী আবু বকর। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী শহিদুল ইসলাম, ফৌজিয়া মিথিলা, নূরজাহান শিখা প্রমুখ।

একাডেমিক সমস্যার স্থায়ী সমাধান চেয়ে আবু বকর বলেন, ৭ কলেজের অধিভুক্তি পূর্ব পরিকল্পিত না হওয়ায় আমরা সেশনজটে পরে জীবন থেকে দুটি বছর হারিয়েছি। আমরা আন্দোলন করছি আমাদের একাডেমিক সমস্যা সমাধানের জন্য এবং সমস্যাগুলো এখন সমাধানের দিকে অগ্রসর হচ্ছে। আমরা অধিভুক্তি বাতিল চাই না।  

আবার অধিভুক্তি যদি বাতিল করা হয় তাহলে আমরা আরও মারাত্মক সমস্যায় পড়বো। এবিষয়ে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত হলে গণআন্দোলনের ঘোষণা দেন তিনি।

অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তি বাতিলে ভবনে তালা লাগানোসহ ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করেন। প্রশাসন যৌক্তিক সিদ্ধান্তে না এলে ঈদের পরে তারাও ফের কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।