ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

মাউশির সঙ্গে বরিশালের বিভিন্ন কলেজের এপিএ সই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
মাউশির সঙ্গে বরিশালের বিভিন্ন কলেজের এপিএ সই  চুক্তি সই অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সঙ্গে বরিশাল অঞ্চলের বিভিন্ন সরকারি কলেজের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই হয়েছে।

রোববার (২৮ জুলাই) দুপুরে বরিশাল সরকারি বিএম কলেজ শিক্ষক মিলনায়তনে ২০১৯-২০ বর্ষের জন্য এপিএ সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

বিএম কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসেন।

 

এসময় বরিশাল অঞ্চলের বিভিন্ন কলেজের অধ্যক্ষরা উপস্থিত থেকে তাদের কলেজের নানা সমস্যার কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।