ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

ডেঙ্গুতে এবার ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
ডেঙ্গুতে এবার ঢাবি শিক্ষার্থীর মৃত্যু  ফিরোজ কবীর স্বাধীন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্র ফিরোজ কবীর স্বাধীন মারা গেছেন।

শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যুর খবর পেয়েছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মফিজুর রহমান।

ফিরোজ ফাইন্যান্স বিভাগের ২০তম ব্যাচের ছাত্র ছিলেন।

তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। বঙ্গবন্ধু হলের ৪১৪ নম্বর রুমে থাকতেন।  

সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাকে স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো।

কয়েকজন শিশু, তিনজন ডাক্তারসহ বেশ কয়েকজন ইতোমধ্যে মহামারি আকার নেওয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।