ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

বন্যার্ত মানুষের পাশে বশেফমুবিপ্রবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
বন্যার্ত মানুষের পাশে বশেফমুবিপ্রবি

ঢাকা: জামালপুরে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)। 

শুক্রবার (২৬ জুলাই) জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বন্যায়  ৪৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।  

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, পানি, আখের গুড়, খেজুর, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

বশেফমুবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এএইচএম মাহবুবুর রহমান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মাদ শাহজালাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এএইচএম মাহবুবুর রহমান বলেন, মানবিক জায়গা থেকেই আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। এ উদ্যোগ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের প্রতি কৃতজ্ঞ।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।