ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির চ্যাম্পিয়নস লিগ শুরু বৃহস্পতিবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
শাবিপ্রবির চ্যাম্পিয়নস লিগ শুরু বৃহস্পতিবার শাবিপ্রবির চ্যাম্পিয়নস লিগ ব্যানার। ছবি: বাংলানিউজ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ১২তম ব্যাচের উদ্যোগে চ্যাম্পিয়নস লিগ সিজন-৩ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ টুর্নামেন্ট শুরু হবে।

টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস এম জাকিরুল ইসলাম এবং বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

এবারের টুর্নামেন্টে বিভাগের মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। দলগুলোর মধ্যে রয়েছে ইলুশন এনটিলপস, এফসি ডায়মন্ড, অ্যামাজন ওয়ারিয়রস, এফসি টারবাইন, এফসি ফ্যাটম্যান, এফসি গ্লাকটিকস।  টুর্নামেন্ট শেষ হবে আগামী ৩০ জুলাই।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।