ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি পাবে ২ হাজার জন

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি পাবে ২ হাজার জন বাংলাদেশ ও ভারতের পতাকা

ঢাকা: মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য এবছর উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে এক হাজার করে মোট দুই হাজার ‍শিক্ষার্থীকে দেওয়া হবে ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ৫০ হাজার ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ২০ হাজার টাকা পাবেন।

ভারত সরকার বিগত পাঁচ বছরে ১০ হাজার বৃত্তি দিয়েছে। ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশের সব জেলা থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।



এ বিষয়ক বিজ্ঞাপনটি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.molwa.gov.bd) এবং ২১ জুলাই, ২০১৯ স্থানীয় ‘বাংলাদেশ প্রতিদিন’ ও ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকায় প্রকাশিত হয়েছে।  

আবেদনকারীদের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরমে ২২ আগস্ট, ২০১৯ এর আগে সরাসরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।