ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

‘৭ কলেজের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
‘৭ কলেজের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে’

ঢাকা বিশ্ববিদ্যালয়: রাজধানীর সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তিকরণে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তা সমাধান করা হবে বলে জানিয়েছেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ।

রোববার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন অফিস কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।  

এসময় সাত কলেজকে ঢাবির অধিভুক্তিকরণে ঢাবি শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ঢাবির বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম প্রমুখ।

এর আগে এক দফা দাবিতে আন্দোলনরত ঢাবি শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। এরই জেরে রোববার ভোরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলাভবন, বাণিজ্য অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদে তালা লাগায়। ফলে ক্লাস করতে আসা অনেক শিক্ষার্থীকেই ফেরত চলে যেতে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এসকেবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।