ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

২য় দিনেও আন্দোলনে গমেক শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
২য় দিনেও আন্দোলনে গমেক শিক্ষার্থীরা র‌্যালিতে গমেকের শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজকে (গমেক) পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করাসহ ১০ দফা দাবিতে রোববার (২১ জুলাই) দ্বিতীয় দিনেও র‌্যালি ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

এর আগে শনিবার (২০ জুলাই) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেসরকারি মেডিক্যাল কলেজ পরিচালনার নীতিমালা ২০১১ (সংশোধিত) অনুচ্ছেদ ৭ দশমিক ১ অনুযায়ী বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্স চালু রাখতে হলে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে হবে।

তবে, এ নির্দেশনা উপেক্ষা করে গমেক নিজেরাই কোর্স ও শিক্ষা কারিকুলাম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গমেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা দুপুরে এ বিষয়ে এক আলোচনা সভায় বসেছেন বলে গোপন সূত্রে জানা গেছে।

শনিবার গমেক অধ্যক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও কাজের অগ্রগতির চাক্ষুস প্রমাণ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। র‌্যালি, বিক্ষোভ মিছিলের পাশাপাশি গান গেয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।