ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

সিলেট বোর্ডে পাসের হার ৬৭.০৫ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
সিলেট বোর্ডে পাসের হার ৬৭.০৫ শতাংশ

সিলেট: উচ্চ মাধ্যমিক ও সমমান (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫ শতাংশ। গত বছরের তুলানায় পাসের হার বেড়েছে। বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির হারও।
 

বুধবার (১৭ জুলাই) দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এবার জিপিএ-৫ পেয়েছে ১০৯৪ জন।

গতবার জিপিএ-৫ পেয়েছিলো ৮৭৩ জন শিক্ষার্থী।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ মে। এ বছর এইচএসসিতে সিলেট বোর্ডে ৭৬ হাজার ৮৯৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫১ হাজার ১২৪ জন পরীক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।