ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
বরিশাল বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা বরিশাল বোর্ডে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ও পাসের হারে এগিয়ে মেয়েরা। বাংলানিউজ

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে মেয়েরা। এ বোর্ডে মোট পাসের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৪৮ শতাংশ ও ছেলেদের ৬৫ দশমিক ৯৫ শতাংশ। আর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০১ জন। এর মধ্যে মেয়ে ৭৩৫ জন ও ছেলে ৪৬৬ জন।

বুধবার (১৭ জুলাই) বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে থেকে বেলা ১টায় এ ফলাফল ঘোষণা করা হয়।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম বাংলানিউজকে জানান, এ বছর পাসের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ।

৩৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৮টি সেন্টারে ৬৩ হাজার ৫৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৪ হাজার ৮৮৭ জন। এর মধ্যে ছাত্র ২১ হাজার ২৫৮ জন এবং ছাত্রী ২৩ হাজার ৬২৯ জন। পাসের হারে এগিয়ে মেয়েরা।

আর জেলাভিত্তিক পাসের হারে বরিশাল জেলা বোর্ডে প্রথম স্থানে রয়েছে। এবারে ঘোষিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০১ জন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।