ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

দিনাজপুরে ৭ কলেজে কেউ পাস করেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
দিনাজপুরে ৭ কলেজে কেউ পাস করেনি

দিনাজপুর: এ বছর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার পাসের হার বৃদ্ধির পাশাপাশি বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।

এ বছর পাসের হার ৭১ দশমিক ৭৮। আর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৯ জন পরীক্ষার্থী।

শতভাগ উত্তীর্ণ হয়েছে ২০টি কলেজ। তবে সাতটি কলেজের কেউই পাস করেনি।

বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান পরীক্ষার ফল ঘোষণা করেন।  

এবার ১ লাখ ২৬ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ২৪ হাজার ৩১৫ জন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৮৯ হাজার ২৩৩ জন। এরমধ্যে ৪৩ হাজার ৭২৮ জন ছাত্র ও ৪৫ হাজার ৫০৫ জন ছাত্রী। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। ৭৫ দশমিক ৩৯ ভাগ ছাত্রী পাস করলেও ছাত্র পাস করেছে ৬৮ দশমিক ৩৭ ভাগ।

গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৯ জন। এরমধ্যে ২ হাজার ২৭২ জন ছাত্র ও ১ হাজার ৭৭৭ জন ছাত্রী।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বাংলানিউজকে জানান, প্রায় ৩৫ হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরমধ্যে কেবলমাত্র ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে ২৯ হাজার জন। আর বাকি বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার।  

তিনি আরও বলেন, গতবার অকৃতকার্যের হার বেশি হওয়ায় এবার পাসের হার বেড়েছে। কেননা যারা গতবার পাস করতে পারেনি তারা এবার পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হওয়ায় পাসের হার বেড়েছে।
 
ফলাফল ঘোষণার সময় শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আব্দুর রাজ্জাক, বিদ্যালয় পরিদর্শক আবু হেনা মোস্তফা কামাল, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হারুনুর রশিদ মণ্ডল ও মানিক হোসেন এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
পরীক্ষার ফল ঘোষণার মূল্যায়নে দেখা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে সাতটি কলেজের কেউই উত্তীর্ণ হয়নি। কলেজ সাতটি হচ্ছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজউদ্দীন কলেজ, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিংগর ডাবরিরহাট বি এল হাই স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম স্কুল  
অ্যান্ড কলেজ ও আদিতমারী উপজেলার নামুরি হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ আদর্শ কলেজ, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বেপারীতলা আদর্শ কলেজ এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এম.এম আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ স্কুল অ্যান্ড কলেজ। সাতটি কলেজের মোট পরীক্ষার্থী ছিলো ২৮ জন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।