ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

চট্টগ্রাম কলেজের সেই শিক্ষককে সন্দ্বীপে বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
চট্টগ্রাম কলেজের সেই শিক্ষককে সন্দ্বীপে বদলি

ঢাকা: চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মু. সাইমন রূশদীকে সন্দ্বীপের হাজী এ বি কলেজে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

সাইমন রুশদী চট্টগ্রাম কলেজ শিক্ষক ক্লাবের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

এদিকে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত ১৭ মার্চ জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান পালন নিয়ে বিতর্কিত বক্তব্য দেন।

এ নিয়ে ওই সময়ই এর প্রতিবাদ করেন কলেজ ছাত্রলীগের নেতারা। এমনকি তারা বিষয়টি কলেজ প্রশাসন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকেও অবহিত করেন। এর দুইমাস পর রুশদীকে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।