ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

বেরোবির হলে পানির সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
বেরোবির হলে পানির সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মোটর নষ্ট হওয়ায় পানির তীব্র সংকটে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা। তীব্র গরমের মধ্যে প্রায় দুই সপ্তাহ ধরে পানির সংকটে অতিষ্ঠ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। এতে ব্যহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ।

হল সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু হলে ট্যাংকে পানি উত্তোলনের জন্য দুটি মোটর ব্যবহার করা হয়। এর মধ্যে একটি কয়েকদিন ধরে নষ্ট হয়ে রয়েছে।

এর ফলে একটি মোটর দিয়েই দুই দিকের ট্যাংকে পানি তুলতে হচ্ছে। যার ফলেই পানির এই সংকট তৈরি হয়েছে।  

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় সময়ই এরকম পরিস্থিতিতে পরতে হয় শিক্ষার্থীদের। পানি সংকটের কারণে বাথরুম এবং ওয়াশরুম দু’টোই ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে। বারবার এমন পরিস্থিতির জন্য হল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন শিক্ষার্থীরা।  

বিষয়টি নিয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান বলেন, নতুন পাম্প বসানোর প্রক্রিয়া চলছে। আশা করি দু’একদিনের মধ্যেই এ সংকটের সমাধান হবে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।