ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

জাবির জীববিজ্ঞান অনুষদে বার্ষিক সেমিনার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
জাবির জীববিজ্ঞান অনুষদে বার্ষিক সেমিনার সেমিনার, ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত একটি গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।

সেমিনারে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার বলেন, ‘গবেষণার কোনো শেষ নেই। শিক্ষার সঙ্গে গবেষণা চলতেই থাকবে। প্রতিটি গবেষণায় নতুন জ্ঞানের আলো বিকশিত হয়। গবেষণা খাতে বরাদ্দ আরও বাড়ানো দরকার। বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার ও মুক্তবুদ্ধির চর্চা বাড়ানোর জন্য গবেষণার কোনো বিকল্প নেই।  

সেমিনারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত একটি গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ মোট ছয়টি সেশনে উপস্থাপন করা হয়। এতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১১টি, প্রাণিবিদ্যা বিভাগের ৯টি, ফার্মেসি বিভাগের ১৩টি, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১১টি, মাইক্রোবায়োলজি বিভাগের ৯টি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ১২টি গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।