ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয়করণের দাবিতে ১৭তম দিনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
জাতীয়করণের দাবিতে ১৭তম দিনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি আমরণ অনশনে শিক্ষকেরা/ছবি: শাকিল

ঢাকা: জাতীয়করণের দাবিতে বৃষ্টি ও প্রচণ্ড গরমের মধ্যেও ১৭তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।

মঙ্গলবার (২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করণ বঞ্চিত শিক্ষকরা ১৭তম দিনের জন্য অবস্থান কর্মসূচি পালন করা হয়।  
 
গত ১৬ মে থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

গতকাল থেকে চলছে অনশন।

বেসরকারি শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, অবস্থান ধর্মঘট ও অনশনের সময় ১২৩ জন শিক্ষক এখন পর্যন্ত অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখনো অনেকে চিকিৎসাধীন ঢাকার বিভিন্ন হাসপাতালে।  

জাতীয়করণের এক দফা দাবিতে আজকের কর্মসূচিতে বক্তব্য রাখেন, আ স ম জাফর ইকবাল, ফিরোজ উদ্দিন, হারুনুর রশীদ, শাহনাজ পারভিন, মিজানুর রহমান, নিলা রানি দাস, বদরুল আমীন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের জাতীয়করণ থেকে বঞ্চিত করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা বঞ্চিত হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। ২০১২ সালের আগে স্থাপিত ও আবেদিত এই বিদ্যালয়গুলোকে অবিলম্বে জাতীয়করণের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।