ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

খুবিতে আনন্দ শোভাযাত্রা বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
খুবিতে আনন্দ শোভাযাত্রা বুধবার মতবিনিময় সভা, ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে স্থান পাওয়া ও দেশের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনীতে প্রথম, গবেষণায় দ্বিতীয় এবং সামাজিক প্রভাব ক্যাটাগরিতে ষষ্ঠ স্থান অর্জন করায় ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট ও বিভাগীয় প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুলাই) বিকেলে খুবির শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে স্থান করে নেওয়ায় এবং দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনীতে প্রথম, গবেষণায় দ্বিতীয় এবং সামাজিক প্রভাব ক্যাটাগরিতে ষষ্ঠ স্থান অর্জন করায় আগামী ৩ জুলাই সকালে বিশ্ববিদ্যালয়ে অনুপ্রেরণামূলক এক আনন্দ শোভাযাত্রা বের করা হবে।

সভায় উপাচার্য এ অর্জনের পেছনে বিশেষভাবে শিক্ষকদের নিরলস ও ঐকান্তিক প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি এ অর্জনের জন্য শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ জানান।

উপাচার্য বলেন, এ অর্জনকে ধরে রেখে আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা ব্রান্ডিংয়ে নিয়ে যেতে চাই। তিনি গবেষণায় আরও উৎসাহিত করার জন্য বিভিন্ন উদ্যোগের কথাও ব্যক্ত করেন।

এসময় সভায় বক্তব্য রাখেন- চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, শিক্ষা স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক, স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খন্দকার মাহফুজ উদ-দারাইন, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আব্দুল জব্বার, সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আনিসুর রহমান, অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. নাসিফ আহসান, এফএমআরটি ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. আব্দুর রউফ, ইসিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. শামীম আহসান, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন প্রধান কাজী হুমায়ুন কবীর, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. সারওয়ার জাহান এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।