ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

জগন্নাথে ছাত্র সংসদের গঠণতন্ত্র প্রণয়নে ৪ সদস্যের কমিটি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
জগন্নাথে ছাত্র সংসদের গঠণতন্ত্র প্রণয়নে ৪ সদস্যের কমিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) গঠনতন্ত্র প্রণয়নে আইন সংশোধনের সুপারিশের জন্য ৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১ জুলাই) উপাচার্য নিজ ক্ষমতাবলে এ কমিটি গঠন করেন।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান।



তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এ ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)’ এর বিষয়ে কোনো ধারা বা উপধারা না থাকায় বিশ্ববিদ্যালয় আইনে উক্ত ধারা বা উপধারা সংযোজন ও ‘জকসু’ গঠনতন্ত্র প্রণয়নে আইন সংশোধনের প্রয়োজনীয় সুপারিশের জন্য আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, প্রক্টর মোস্তফা কামাল ও ছাত্র-কল্যাণ পরিচালক।

কমিটিকে ৪৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের জন্য সুপারিশ ও ‘জকসু’ গঠনতন্ত্র প্রণয়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সহকারী রেজিস্ট্রার (আইন) সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
কেডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ