ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

বুয়েট শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস শিক্ষামন্ত্রীর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জুন ২১, ২০১৯
বুয়েট শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস শিক্ষামন্ত্রীর বুয়েটে আন্দোলনকারী শিক্ষার্থীরা

ঢাকা: ১৬ দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এসময় তিনি তাদের যৌক্তিক দাবি মানার বিষয়ে আশ্বস্ত করেছেন।

বৃহস্পতিবার (২০ জুন) বুয়েট ক্যাম্পাসে ২১ সদস্যের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।  

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যেসব দাবি তার সবগুলোই যৌক্তিক।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব বিষয় নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন হয়। তবে ভিসি চাইলেই তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে তার সমাধান করতে পারতেন। বুয়েট আমাদের গর্বের একটি প্রতিষ্ঠান। কিন্তু এখানে ভিসি ও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ফারাক তৈরি হয়েছে। এ কারণে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করবো।

আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক আনিসুর রহমান মিঠু বলেন, শিক্ষামন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। যেগুলো কালকের মধ্যেই (শুক্রবার) মানা সম্ভব তা নোটিশ দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আর বাকিগুলো দ্রুত সময়ে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। এছাড়া, নতুন ছাত্রকল্যাণ পরিচালকের (ডিএসডব্লিউ) অপসারণের বিষয়ে শিক্ষামন্ত্রণালয় থেকে তদন্ত করবেন।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বুয়েট ভিসি প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ