ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে আইইউবিএটি উপাচার্যের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৯
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে আইইউবিএটি উপাচার্যের সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি (ইউজিসি) কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবসহ একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপাচার্যসহ প্রতিনিধিদল ইউজিসি ভবনে গিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় আইইউবিএটির উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

সাক্ষাৎকালে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বিশ্ববিদ্যালয়টির সার্বিক অবস্থা সম্পর্কে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক শহীদুল্লাহকে অবহিত করেন। সেসময় উচ্চশিক্ষা উন্নয়নে আইইউবিএটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ইউজিসি চেয়ারম্যান।

ড. আব্দুর রবের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন- আইইউবিএটির উপ উপাচার্য অধ্যাপক ড.হামিদা আখতার বেগম, জনসংযোগ কর্মকর্তা মো. আল আমীন সিকদার শিহাব ও মিডিয়া রিলেশন অফিসার মো. আবু হানিফ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ