ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

কুবিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মে ২৫, ২০১৯
কুবিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যোগে বিকল্প বাজেট ২০১৯-২০ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে ‘বিকল্প বাজেট প্রস্তাবনা প্রবন্ধ’ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম।  

এসময় উপস্থিত ছিলেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম আকন্দ, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার প্রমুখ।

সংবাদ সম্মেলনে আলোচকরা আসন্ন অর্থবছরের জন্য ১২ লাখ ৪০ হাজার ৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন, যা চলতি ২০১৮-১৯ বাজেটের ২ দশমিক ৬৭ গুণ বেশি।

এসময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম আকন্দ, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ