ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

টানা ১৯ দিনের ছুটিতে হাবিপ্রবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মে ২৩, ২০১৯
টানা ১৯ দিনের ছুটিতে হাবিপ্রবি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) রমজান ও ঈদুল ফিতরসহ গ্রীষ্মকালীন টানা ১৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের শেষ কর্মদিবসের পর থেকে এ ছুটি শুরু হবে।

হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনার শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি শিকদার বাংলানিউজকে জানান, রমজান ও ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটিসহ টানা ১৯ দিনের ছুটি দেওয়া ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের শেষ কর্মদিবস। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীরা বাড়ি যেতে শুরু করেছেন। আগামী ১১ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। তাই ১০ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিজ নিজ আবাসিক হলগুলোতে আসতে হবে। বিশ্ববিদ্যালয় ছুটি হলে আবাসিক হলগুলো ফাঁকা হয়ে যাবে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, মে ২২, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ