ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রবেশপত্র পরীক্ষার ৫ দিন আগে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মে ২১, ২০১৯
প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রবেশপত্র পরীক্ষার ৫ দিন আগে সরকার ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো

ঢাকা: পরীক্ষার পাঁচ দিন আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (২১ মে) অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবেশপত্র ডাউনলোডের ওয়েবসাইট (admit.dpe.gov.bd)।
 
প্রবেশপত্র ডাউনলোডের হেল্পলাইন: ০১৩০৫৭০৩৮৬৫ ও ০১৩০৫৭০৩৮৭১।


 
প্রবেশপত্র ডাউনলোডের ইউজার আইডি ও পাসওয়ার্ডসহ এসএমএসের জন্য ০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে প্রার্থীর আবেদনে উল্লেখিত মোবাইলে যাবে।
 
প্রবেশপত্র ডাউনলোডের সময় পরীক্ষার পাঁচদিন আগ থেকে। পরীক্ষার পাঁচদিন আগপর্যন্ত এসএমএস না পেলে বা প্রবেশপত্র ডাউনলোডে সমস্যা হলে হেল্পলাইনে কল বা এসএমএস করার পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
 
পরীক্ষার তারিখ নিশ্চিতভাবে জেনে কল করতে হবে। অধিদপ্তরের ওয়েবসাইটে সময়সূচি পাওয়া যাবে।
 
আগের সূচি অনুযায়ী, ২৪ মে, ৩১ মে, ১৪ জুন ও ২১ জুন সকাল ১০টায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল।
 
নতুন সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২৪ মে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা ৩১ মে-ই নেওয়া হবে।
 
তবে তৃতীয় ধাপের পরীক্ষা ২১ জুন ও চতুর্থ ধাপের পরীক্ষা হবে ২৮ জুন।
 
এর আগে গত ১৭ মে থেকে এই পরীক্ষা শুরুর কথা থাকলেও ওইদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় এই নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।
 
সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেতে গতবছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করেন প্রার্থীরা।
 
তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলার ২৪ লাখ এক হাজার ৯১৯ জন প্রার্থী ১৩ হাজার পদের বিপরীতে এই পরীক্ষায় অংশ নেবেন বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
 
গত কয়েক বছর ধরে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন পরীক্ষার দিন সকালে ডিজিটাল পদ্ধতিতে ছাপিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে।
 
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত করা হবে।
 
বর্তমানে দেশের ৬৩ হাজার ৬০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ২২ হাজার ৭৬৬ জন শিক্ষক কর্মরত আছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
 
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মে ২০, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ