ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে জেএসসিতে বৃত্তি পেয়েছে ৭৪৩২ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মে ১৮, ২০১৯
রাজশাহীতে জেএসসিতে বৃত্তি পেয়েছে ৭৪৩২ জন

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামাণিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবার সাত হাজার ৪৩২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

এ বৃত্তির মেয়াদ থাকবে আগামী দুই বছর (২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)।

রাজশাহী বোর্ডের অধীনে সাত হাজার ৪৩২ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ‘মেধাবৃত্তি’ তিন হাজার ২১৪ জন। আর ‌‘সাধারণ বৃত্তি’ পেয়েছে চার হাজার ২২১ জন শিক্ষার্থী।

জেএসসিতে এবার পাসের হার ছিলো ৯৪ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী। পরীক্ষার্থী ছিলো দুই লাখ ৫৩ হাজার ২২১ জন।

পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফল করেছে। জেএসসি পরীক্ষায় ছাত্র পাসের হার ৯৪ দশমিক ৫ শতাংশ ও ছাত্রী ৯৫ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ১৮, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ