ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

গোপালগঞ্জে এবারও সেরা মডেল স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মে ৬, ২০১৯
গোপালগঞ্জে এবারও সেরা মডেল স্কুল

গোপালগঞ্জ: এবারও এসএসসিতে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে গোপালগঞ্জের এসএম মডেল গভ. হাই স্কুল। পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ এর দিক থেকে স্কুলটি এবারও জেলার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে শহরের বীণাপানি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়।  

এসএম মডেল গভ. হাই স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৮৮ জন। এর মধ্যে পাস করেছে ১৮৪ জন।

পাসের হার শতকরা ৯৭ দশমিক ৮৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। এরা সবাই বিজ্ঞান বিভাগের।
  
অন্যদিকে, বীণাপানি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ২২২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২১১ জন। পাসের হার শতকরা ৯৫ দশমিক ৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। এ স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন, ব্যবসায় শিক্ষায় দুইজন ও মানবিক বিভাগে পাঁচজন।     

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ