ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

পাসের হারে মেয়েরা এগিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মে ৬, ২০১৯
পাসের হারে মেয়েরা এগিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মেয়েদের উল্লাস/ছবি: বাদল

ঢাকা: ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

সোমবার (৬ মে) সকালে প্রকাশিত এসএসসির ফল বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়।
 
এবছর পরীক্ষায় অংশ নেয় মোট ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন পরীক্ষার্থী।

যার মধ্যে ছেলে ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন এবং মেয়ে ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন।
 
প্রকাশিত ফলে দেখা যায়, ছেলেরা মোট পাস করেছে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন। মেয়েরা পাস করেছে ৮ লাখ ৮২ হাজার ২২৪ জন। পাসের হার ছেলেদের ৮১ দশমিক ১৩, মেয়েদের ৮৩ দশমিক ২৮।  
 
মোট ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে শুধু চট্টগ্রাম ও সিলেট বোর্ডে ছেলেরা এগিয়ে রয়েছে। ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, বরিশাল, দিনাজপুর, বিআইএসই, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এগিয়ে মেয়েরা।

বাংলাদেশের সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ০৬, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ