ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

দীঘিনালায় চাকমা ভাষার বর্ণমালা শেখার স্কুল চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
দীঘিনালায় চাকমা ভাষার বর্ণমালা শেখার স্কুল চালু চাকমা ভাষার শেখার স্কুল, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় চাকমা ভাষা ও বর্ণমালা শেখার স্কুল চালু করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নের শুকনাছড়ি গ্রামে অবস্থিত স্কুলটির উদ্বোধন করেন কানাডা প্রবাসী প্রজ্ঞা তাপস চাকমার স্ত্রী রূপা চাকমা।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চাকমা ভাষা লেখক ইনজেপ চাকমা, কবি দেবাশীষ চাকমা, সাংবাদিক রূপায়ন তালুকদার, বৌদ্ধ যুব ঐক্য পরিষদে সভাপতি অরেন্স চাকমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুকনাছড়ির গ্রাম প্রধান পূর্ণ সাধন চাকমা।

স্থানীয় বৌদ্ধ যুব ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় এ স্কুলটি পরিচালিত হবে। এ বিদ্যালয়ে মূলত চাকমা শিশুদের বর্ণমালা শেখানোর পাশাপাশি বর্ণমালা লেখায় অভ্যস্ত করা হবে। এক্ষেত্রে শিখতে আগ্রহী বড়রাও সুযোগ পাবেন।

এসময় শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ