ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ববি ভিসির অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
ববি ভিসির অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত ভিসির অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ববি শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) এসএম ইমামুল হককে অপসারণের দাবিতে তিনদিনের আমরণ অনশন কর্মসূচি স্থগিতের পর আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

রোববার (২৮ এপ্রিল) আন্দোলনের ৩৪তম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা পূর্বঘোষণা অনুযায়ী অবস্থান কর্মসূচি পালন করেন।  

আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা লোকমান হোসেন বাংলানিউজকে বলেন, গত বুধবার (২৪ এপ্রিল) থেকে শুক্রবার (২৬ এপ্রিল) পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় বরিশালের সুশীল সমাজের দেওয়া আশ্বাসে সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে।  

‘তবে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। সোমবারের মধ্যে স্বৈরাচার ভিসি ইমামুল হককে অপসারণ করা না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। ’ 

আমরণ অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়া ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বাংলানিউজকে বলেন, ভিসিকে অপসারণ নয়তো পূর্ণমেয়াদ ছুটিতে না পাঠানো পর্যন্ত এ আন্দোলন চলবে।  

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজনে শিক্ষার্থীদের না রাখায় বিক্ষোভ করেন ববি শিক্ষার্থীরা। পরে ভিসি ইমামুল হক আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে কটূক্তি করলে আন্দোলন আরও জোরদার হয়। এরপর থেকেই ভিসিকে অপসারণের দাবিতে টানা ৩৪ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এরমধ্যে মহাসড়ক অবরোধ, রক্ত দিয়ে ভিসিবিরোধী দেয়াললিখন, আমরণ অনশনসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ