ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

আন্তর্জাতিক সিম্পোজিয়ামে ফেনী ইউনিভার্সিটির ভিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
আন্তর্জাতিক সিম্পোজিয়ামে ফেনী ইউনিভার্সিটির ভিসি

ফেনী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগ আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে ব্লু ইকোনোমি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সেশনে সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি), বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ। 

এছাড়া তিনি সিম্পোজিয়ামে ‘মুক্ত জলাশয়ে মৎস্য সংরক্ষণ-ব্যবস্থাপনা: জৈব-প্রতিবেশিক অনুঃচিন্তন’ শীর্ষক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

বুধবার (২৪ এপ্রিল) নোবিপ্রবির অডিটোরিয়ামে ‘সাসটেইন্যাবল অ্যাকুয়া কালচার অ্যান্ড ফিশারিজ-২০১৯’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ