ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ছিনতাইয়ের অভিযোগে দুই জবি শিক্ষার্থী বহিষ্কার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
ছিনতাইয়ের অভিযোগে দুই জবি শিক্ষার্থী বহিষ্কার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ভবন

জবি: প্রাথমিকভাবে ছিনতাইয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বহিষ্কৃতরা হলেন- পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আহমেদ খান এবং ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মারুফ আহমেদ।

বুধবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গত ২৮ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগর প্রথম বর্ষের এক শিক্ষার্থী তার বন্ধুদের সঙ্গে বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে ঘুরতে এলে একই বিশ্ববিদ্যালয়ের ফাহিম আহমদ খান ও মারুফ আহমদ তাদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া যায়। যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসুলভ নয় এবং শৃঙ্খলাপরিপন্থি।  

এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সাময়িক বহিষ্কার করেছে।

একই সঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
কেডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ