ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

সুবর্ণচরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, বহিষ্কার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
সুবর্ণচরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, বহিষ্কার ৪

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আলিম পরীক্ষা চলাকালে কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে চরজুবিলী রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ।

বহিষ্কৃতরা হলো- চরজুবিলী রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষার্থী ওসমান গনি, নুরুল হুদা সোহাগ, সিরাজ উদ্দিন ও চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার পরীক্ষার্থী মেহেদী হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বাংলানিউজকে বলেন, মঙ্গলবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ছিলো। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ রয়েছে। তারপরও ওই চার পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশের লক্ষ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ