ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ফেনী ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
ফেনী ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন মঙ্গল শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

ফেনী: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপন করেছে ফেনী ইউনিভার্সিটি।

অনুষ্ঠানের মধ্যে ছিলো মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী গান, সাংস্কৃতিক অনুষ্ঠান। ফেনী সরকারি কলেজ থেকে শুরু হয়ে মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখের গানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা কবিতা, গান, নৃত্য পরিবেশন করেন। এছাড়া শিক্ষক-কর্মকর্তারা ‘ময়মনসিংহ গীতিকা’ পরিবেশন দর্শকদের আনন্দ দেন।

এদিকে উৎসবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গ্রামীণ বিভিন্ন পিঠাপুলির স্টল বসানো হয়। ছিলো নানা ধরনের জুসসহ ঐতিহ্যবাহী বিভিন্ন দেশিয় খাবারের স্টল।

এসময় ফেনী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সাত্তার, উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ, ট্রেজারার প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ