ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ফের ভাঙচুরের আশঙ্কায় ঢাবিতে কনসার্ট বাতিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
ফের ভাঙচুরের আশঙ্কায় ঢাবিতে কনসার্ট বাতিল .

ঢাকা বিশ্ববিদ্যালয়: অনুষ্ঠানস্থলে দুই দফা ভাঙচুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বাতিল করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) কনসার্ট আয়োজনের স্পন্সর কোমলপানীয় প্রতিষ্ঠান মোজোকে অনুষ্ঠানের সামগ্রী নিয়ে চলে যেতে দেখা যায়। এ অনুষ্ঠানের আয়োজক ছিল ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

নাম প্রকাশে অনিচ্ছুক মোজোর কর্মীরা বাংলানিউজকে জানান, দুই দফা ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আমরা নিরাপত্তহীনতার কারণে চলে যাচ্ছি।

শুক্রবার (১২ এপ্রিল) দিনগত রাতে অভ্যন্তরীণ কোন্দলের জেরে কনসার্টের জন্য লাগানো বিজ্ঞাপন বুথ, ব্যানার ফেস্টুনে আগুন লাগায় ছাত্রলীগের একটি অংশ। ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারীরা এ কাণ্ড ঘটিয়েছে দাবি করে ছাত্রলীগের অন্য পক্ষের অনুসারীরা। তারা এ ঘটনার জেরে শোভনের অনুসারীদের রুমে ভাঙচুর ও একজনকে মারধর করে।  

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রলীগের শহীদ সার্জেন্ট জহরুল হক শাখার সাধারণ সম্পাদক আসিফ তালুকদারকে ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহিম বাংলানিউজকে বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি কোনভাবেই কাম্য নয়।  

** ঢাবিতে বৈশাখী কনসার্টের ব্যানার-ফেস্টুনে ভাঙচুর-আগুন

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ