ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

কুবির পরিবহন পুলে নতুন দুটি বাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
কুবির পরিবহন পুলে নতুন দুটি বাস

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলের বিআরটিসি ইউনিটে দুটি নতুন বাস যুক্ত হয়েছে। এনিয়ে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীদের বাসের সংখ্যা ১৭টি।

বুধবার (২৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ে নতুন বাস দুটি আসলে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী নিজে চালিয়ে সেগুলোর উদ্বোধন করেন।

এ সময় বাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বাস সংকট সমাধানের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে শিক্ষার্থীরা। গত ১১ মার্চ বাস বৃদ্ধির দাবিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে আমরণ অনশনে বসে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রিফাত। পরে প্রশাসনের পক্ষ থেকে বাস বৃদ্ধির আশ্বাসে তিনি অনশন ভঙ্গ করেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।