ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

অবরোধ তুলে ক্যাম্পাসে ফিরেছেন জবি শিক্ষার্থীরা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
অবরোধ তুলে ক্যাম্পাসে ফিরেছেন জবি শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছেন জবি শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): নিরাপদ সড়ক ও রাজধানীতে বাসচাপায় নিহত আবরারের খুনি বাস চালকের শাস্তির দাবিতে করা সড়ক অবরোধ আজকের মতো তুলে নিয়েছেন জবির শিক্ষার্থীরা।

বুধবার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে এদিনের মতো অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন তারা।

তবে পরবর্তী কি কর্মসূচি আসবে সে ব্যাপারে আনুষ্ঠানিক কিছু বলেননি আন্দোলরত শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রগতি সরণীতে যেসব শিক্ষার্থীরা রাস্তায় রয়েছেন তাদের ঘোষণা মোতাবেক পরবর্তী কর্মসূচি চলতে পারে বলে জানা গেছে।

এদিকে অবরোধ তুলে ক্যাম্পাসে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় ১৪তম ব্যাচের এক শিক্ষার্থী আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সকাল ১০টার কিছু সময় পর নিরাপদ সড়ক ও বাস চালকের শাস্তির দাবি জানিয়ে প্রথমে ক্যাম্পাসে মানববন্ধন ও পরে ক্যাম্পাস থেকে বের হয়ে মিছিল নিয়ে রায় সাহেব বাজার মোড় অবরোধ করেন জবি শিক্ষার্থীরা। এসময় আশ-পাশের প্রায় সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  ফলে রাজধানীর অন্যতম ব্যাস্ত এলাকা ধোলাইখাল মোড়, পাইকারী কাঁচাবাজার, ফলের আড়ত, বাংলাবাজার, ইসলামপুরসহ জজ কোর্টগামী যাত্রীদের দুর্ভোগ পোহাতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
কেডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।