ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ডাকসু কার্যকরী পরিষদের প্রথম সভা ২৩ মার্চ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
ডাকসু কার্যকরী পরিষদের প্রথম সভা ২৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ছবি: ডিএইচ বাদল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৩ মার্চ)।

সোমবার (১৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ২৩ মার্চ বেলা ১১ টায় ডাকসুর সভা অনুষ্ঠিত হবে। হল সংসদে শিক্ষকদের মধ্যে থেকে একজনকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।