ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

নির্বাচনকে অশ্রদ্ধা জানানোর এখতিয়ার নেই: ঢাবি ভিসি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
নির্বাচনকে অশ্রদ্ধা জানানোর এখতিয়ার নেই: ঢাবি ভিসি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাবি ভিসি/ছবি: বাংলানিউজ

ঢাকা: নির্বাচনের কর্মযজ্ঞকে অশ্রদ্ধা জানানোর এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
 

বুধবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের যৌথ আন্তরিকতায় ডাকসু নির্বাচন শেষ হয়েছে।

তাদের সবার যে কর্মপ্রয়াস, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, অক্লান্ত পরিশ্রমের প্রতি অশ্রদ্ধা জানানোর এখতিয়ার উপাচার্যের নেই। নির্বাচিতদের দায়িত্বগ্রহণ নিয়ম অনুযায়ী যথারীতি গৃহিত হবে।

পাঁচ প্যানেলের আন্দোলন কর্মসূচি সম্পর্কে প্রশ্ন করলে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, একাডেমিক কার্যক্রম চলছে। কেউ বিশৃঙ্খলা করার প্রয়াস নিলে সহ্য করা হবে না। অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে উপাচার্যের কার্যালয়ের সামনে পুনঃনির্বাচনের দাবিতে পাঁচ প্যানেলের প্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। সেখান থেকে তিন দফা দাবিতে স্মরকলিপি প্রদান করা হয়।  এর পর পুনরায় মিছিল করে উপাচার্য কার্যালয় ত্যাগ করে তারা।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এসকেবি/এমএএম/পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।