ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বই পড়ে পুরস্কার পেলো দেড় হাজার শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
বই পড়ে পুরস্কার পেলো দেড় হাজার শিক্ষার্থী বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

রাজশাহী: বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার পেয়েছে রাজশাহীর ১ হাজার ৪১৮ জন শিক্ষার্থী।

মাঠে গ্রামীণফোনের সহযোগিতায় শুক্রবার (৮ মার্চ) রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয়।

বিশ্বসাহিত্য কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০১৮ শিক্ষাবর্ষে রাজশাহী মহানগরের ৩৫টি স্কুলের প্রায় ৪ হাজার শিক্ষার্থী বইপড়া কর্মসূচিতে অংশ নেয়।

এ কর্মসূচিতে এক হাজার ৪১৮ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসব স্কুলের যেসব শিক্ষার্থীরা মূল্যায়ন পর্বে কৃতিত্বের পরিচয় দিয়েছে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, লেখক ও অভিনেতা খায়রুল আলম সবুজ, টেলিভিশন ব্যক্তিত্ব আব্দুর নূর তুষার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান, বিশ্বসাহিত্য কেন্দ্র নাটোর শাখার সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক অলক মৈত্র, এভারেস্ট বিজয়ী এমএ মুহিত, রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান, গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের হেড অব ডিস্ট্রিবিউশন প্ল্যানিং বিজনেস সার্কেল মোহাম্মদ তানভীর হোসাইন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্কুলের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।