ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বাকসু নির্বাচনের দাবিতে বরিশালে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
বাকসু নির্বাচনের দাবিতে বরিশালে বিক্ষোভ বাকসু নির্বাচনের দাবিতে বরিশালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ-মিছিল, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিএম কলেজ শাখা।

বুধবার (০৬ মার্চ) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ-মিছিল করেন তারা। এসময় বাকসু নির্বাচনের দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে বাকসু নির্বাচনের আয়োজন করতে হবে। তা না হলে শিক্ষার্থীদের অধিকার সংরক্ষিত হবে না।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি সন্তু মিত্র, বিএম কলেজ শাখার সভাপতি মোজাম্মেল হক সাগর, সদস্য অন্বেশা দাস প্রমি প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।