ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কুবি’র নামের ইংরেজি বানান পরিবর্তন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
কুবি’র নামের ইংরেজি বানান পরিবর্তন

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি নামে Comilla পরিবর্তন করে Cumilla করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ২ এপ্রিল অনুষ্ঠিত নিকারের ১১৫তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা জেলার ইংরেজি নামের বানান Comilla এর পরিবর্তন করে Cumilla হিসেবে সংশোধন করা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নাম সে অনুযায়ী Comilla University এর পরিবর্তে Cumilla University করার নিমিত্তে সিন্ডিকেটের ৭২তম সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সিন্ডিকেটের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত ইংরেজি নাম Cumilla University হিসেবে ব্যবহারের জন্য বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের বাংলানিউজকে বলেন, এর ফলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটসহ সব ধরনের আনুষঙ্গিক কাগজপত্র পরিবর্তন করতে হবে। নতুন সনদপত্র বর্তমান নামেই হবে। তবে আগে যারা সনদপত্র তুলে নিয়েছেন তাদের সমস্যা হলে পরিবর্তন করে নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।