ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

৩৬তম বিসিএস: ২৫৯ জনকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
৩৬তম বিসিএস: ২৫৯ জনকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ

ঢাকা: ৩৬তম বিসিএস পরীক্ষা থেকে নন-ক্যাডার পদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে ২৫৯ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় বুধবার (২৭ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার হিসেবে নিয়োগ ও পদায়ন করে আদেশ জারি করেছে।

এতে বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ অনুযায়ী সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশক্রমে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্যগত প্রতিবেদনের আলোকে এই প্রজ্ঞাপনের ২৫৯ জন প্রার্থীকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ১৬০০০-৩৮৬৪০ বেতনক্রমে (গ্রেড-১০) অনুযায়ী নিয়োগ প্রদান ও পদায়ন করা করা হলো।

 

নিয়োগপ্রাপ্তদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

তালিকার লিংক

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।